Question:অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
Answer যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ: পুরু তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় অপসারী গুচ্ছে পরিণত হয় বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
+ Report
obotl lenshke opashari lensh bola hoy ken?