Question:নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলনের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর। 

Answer যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলকের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের পর প্রাপ্ত রশ্মিগুচ্ছ সমান্তরাল বা অভিসারী বা অপসারী ধরনের হয় না। নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুকে উজ্জ্বল দেখায়, অপর দিকে ব্যাপ্ত প্রতিফলনের ফলে বস্তুকে অনুজ্জল দেখায়। 

+ Report
Total Preview: 5148
niyomit protipholn o baapat protipholner modhjokar parothokjbaakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd