Question:ডাক্তাররা চোখ, নাক, কান, গলা, পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন কেন? 

Answer আমরা জানি, অবতল দর্পণে আপতিত আলো অভিসারী রাশিগুচ্ছ সৃষ্টি করতে পারে। এ দর্পণের সাহায্যে আলোক-রশ্মিগুচ্ছকে একত্রিত করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফেরা যায়। এ কারণেই ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। 

+ Report
Total Preview: 1431
daktoarora chokh, nak, kan, gala, parojobekhner janno obotl doropan babohar karen ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd