Question:আলোর চারটি ধর্ম লিখ।
Answer আলোর চারটি ধর্ম নিম্নরূপ- ১. আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ। ২. কোনো স্বচ্ছ সমসত্ব মাশ্যমে আলো সরলপথে চলে। ৩. কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে। ৪. আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন বিচ্ছুরণ এবং সমবর্তন ঘটে।
+ Report
alor charoti dhromo likh.