Question:আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই সেগুলো উজ্জ্বল না হয়ে অনুজ্জল হয় কেন?
Answer আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই, তাদের অধিকাংশ পৃষ্ঠ মসৃণ নয়। খালি ছোখে দেখা অধিকাংশ পৃষ্ঠ আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এ সকল পৃষ্ঠ মসৃণ নয়। ফলশ্রুতিতে আমাদের চোখে যে সকল প্রতিফলিত রশ্মি প্রবেশ করে তারা ব্যাপ্ত প্রকৃতির। যার ফলে বস্তুগুলো আমাদের নিকট উজ্জল না হয়ে অনুজ্জল দেখায়।
+ Report
amader charopashe je shokl boshotu dekhte pai shegulo ujojobol na hoye onujojol hoy ken?