Question:সমতল দর্পণ থাকা সত্ত্বেও গোলীয় দর্পণ কেন ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর। 

Answer সমতল দর্পণ বস্তুর সমান আকারের বিম্ব তৈরি করতে সক্ষম। বিবর্ধিত বা খর্বিত বিম্ব তৈরি করতে পারে না। তাই দৈনন্দিন জীবনে যে সকল ক্ষেত্রে বিবর্ধিত বা খর্বিত বিম্বের প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে খর্বিত এবং সোজা বিম্বের প্রয়োজন হলে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপরদিকে বিবর্ধিত ও সোজা অথবা খর্বিত ও উল্টা বিম্বের প্রয়োজন হলে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 

+ Report
Total Preview: 1327
shomotl doropan thaka shotttoেo goliy doropan ken babohar kara hoyo- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd