Question:প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী?
Answer কোনো বিন্দু থেকে নির্গত আলোরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তবে ২য় বিন্দুকে ১ম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই প্রকার। যথা- ১. সদ বিম্ব এবং ২. অসদ বিম্ব।
+ Report
protibilm kake bole? protibilm kay prokar o ki ki?