Question:অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কীরূপ হয়- ব্যাখ্যা কর।
Answer অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কীরূপ হবে তা নির্ভর করে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর। লক্ষবস্তু প্রধান ফোকাসের বাইরে থাকলে বাস্তব ও উল্টা প্রতিবিম্ব এবং ভেতরে থাকলে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ্যবস্তুর বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে খর্বিত বিম্ব, ভেতরে থাকলে বিবর্ধিথ বিম্ব এবং বক্রতার কেন্দ্রের উপর থাকলে লক্ষবস্তুর সমান আকারের বিম্ব গঠিত হয়।
+ Report
obotl doropane gathit protibilm kirup hoyo- baakha karo.