Question:সমতল দর্পণ সর্বদাই অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে কেন ব্যাখ্যা কর। 

Answer সমতল দর্পণে প্রতিফলনের পর আলোকরশ্মিগুচ্ছ পরস্পরের সাপেক্ষে অপসারী হয় বলে বাস্তব কোনো বিন্দুতে ছেদ করতে পারে না। এ কারণেই সমতল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। বিন্দুলক্ষবস্তু হতে একটি রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে একই পথে প্রতিফলিত হয়। অপর একটি আলোকরশ্মি দর্পণে নির্দিষ্ট কোণে আপতিত হলে একই কোণে প্রতিফলিত হয়। এ দুটি আলোরশ্মি একে অপর হতে দূরে সরে যায় অর্থাৎ মিলিত হয় না। কিন্তু এদেরকে পেছন দিকে বর্ধিথ করলে যে বিন্দুতে মিলিত হয় সেখানে বিন্দু লক্ষ বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়। 

+ Report
Total Preview: 2691
shomotl doropan shorobodai obashotbo protibilm shishti kare ken baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd