Question:হ্রস্বদৃষ্টি ত্রুটি প্রতিকারে অবতল লেন্স ব্যবহার করতে হয় কেন? 

Answer চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাবার জন্য হ্রস্বদৃষ্টি ত্রুটির উদ্ভব হয়। দৃষ্টির এ ত্রুটি সংশোধন করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়। তাছাড়া একমাত্র অবতল লেন্সই লক্ষবস্তুর চেয়েও নিকটে সোজা ও অবাস্তব প্রতিবিম্ব গঠন করে বলে এক্ষেত্রে চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হয়। 

+ Report
Total Preview: 2686
hrshobodrishti truti protikare obotl lensh babohar karote hoy ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd