Question: ঘন মাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে হালকা মা্ধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?
A
B
C
D
উপরের দিকে উঠে আসবে
B
নিচের দিকে সরে যাবে
C
একই জায়গায় থাকবে
D
পাশে সরে যাবে
Note: - ঘন মাধ্যমে রাখা বস্তুর প্রতিবিম্ব হালকা মাধ্যম থেকে দেখলে কাছে সরে আসে বলে মনে হয়- প্রতিসরণের কারণে।
- ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে- দূরে বেঁকে যায়।
- হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত রশ্মি অভিলম্বের- দিকে বেঁকে যায়।