Question:অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক ধরা হয় কেন? 

Answer প্রতিটি লেন্সেই অভিসারী অথবা অপসারী ক্ষমতাসম্পন্ন। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী গুচ্ছে পরিণত করার ক্ষমতাকে ধনাত্মক ধরা হয়। উত্তল লেন্স এই ধরনের ক্ষমতাসম্পন্ন। কিন্তু অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী গুচ্ছে পরিণত করে বলে এর ক্ষমতাকে ঋণাত্মক ধরা হয়। এক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছকে যত কাছে অপসারী করতে পারবে, অবতল লেন্সের ক্ষমতা তত বেশি বিবেচনা করা হয়। 

+ Report
Total Preview: 2140
obotl lenshেr khmota rnatmok dhra hoy ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd