Question:দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলতে কী বুঝ?
Answer চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার প্রতিবিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি চোখের সম্মুখ থেকে বস্তুকে সরিয়ে নেওয়া হয় তাহলে সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শানুভূতির স্থায়িত্বকাল বলে।
+ Report
dorshonanubhূtir shothayoিttokal bolte ki buঝ?