Question:এন্ডোস্কোপি-তে অপটিক্যাল ফাইবারের ব্যবহার ব্যাখ্যা কর।
Answer কোনো রোগীর পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়। এ আলোক নলের এক সেট আলোকীয় তন্তু দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলোকীত করা হয়, অন্য সেট দিয়ে ঐ আলোকীত অংশকে বাইরে থেকে দেখা হয়। এ পদ্ধতীকে এন্ডোস্কোপি বলে।
+ Report
andoোshokopi-te opatikal faibarer babohar baakha karo.