Question:কাঁচ ও পানির মধ্যে কোনটিতে আলোর বেগ বেশি এবং কোনটির আলোকীয় ঘনত্ব বেশি ব্যাখ্যা কর।
Answer যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম পানির পরম প্রতিসরণাঙ্ক কাঁচের পরম প্রতিসরণাঙ্ক অপেক্ষা কম। যেহেতু পানি কাঁচ অপেক্ষা লঘুতর। আবার, ঘনতর মাধ্যমের আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম হয়। অতএব, কাঁচে আলোর বেগ পানিতে আলোর বেগ অপেক্ষা কম।
+ Report
kaঁch o panir modhe kontite alor beg beshi abong kontir alokiy ghntto beshi baakha karo.