Question:উত্তল লেন্স ও অবতল লেন্স চেনার উপায় কী? 

Answer সহজেই লেন্সকে চিনতে হলে লেন্সটির খুব কাছে একটি আঙুল রেখে অপরপাশ থেকে দেখতে হয়। প্রতিবিম্বটি সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে বড় হলে বুঝতে হবে লেন্সটি উত্তল। আর প্রতিবিম্বটি সমশীর্ষ কিন্তু বস্তুর তুলনায় আকারে ছেঅট হলে বুঝতে হবে লেন্সটি অবতল। এছাড়া উত্তল লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা হয়। 

+ Report
Total Preview: 2330
uttl lensh o obotl lensh chenar upay ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd