Question:চোখের কৃষ্ণমন্ডল প্রকৃতপক্ষে কী কাজ করে?
Answer শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরন থাকে যাকে কৃষ্ণমন্ডল বলে। এই কালো আস্তরণের জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না। এই কালো আস্তরণ না থাকলে অথবা কালো আস্তরণের বদলে সাদা বা অন্য কোনো রঙের আস্তরণ থাকলে আলোর পুনঃ পুনঃ প্রতিফলন সম্ভব হতো এবং রেটিনায় গঠিত প্রতিবিম্ব অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো।
+ Report
chokher krishnmondol prokritpakkhe ki kajo kare?