Question:এক চোখ বন্ধ করে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক কেন? 

Answer দুইটি বস্তুর পারস্পরিক অবস্থান, তাদের পারস্পরিক দূরত্ব এবং বস্তু সম্বন্ধে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখ প্রয়োজন। এক চোখ দিয়ে সুঁচ এবং সুতোর পারস্পরিক দূরত্ব সঠিকভাবে পরিমাপ করা যায় না। তাই এক চোখ বন্ধ রেখে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক। 

+ Report
Total Preview: 465
ak chokh bondh kare shuঁche shuto gaঁtha oshubidhajonk ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd