Question:প্রেতিসরণ কোণের মান `90^0`। আপতন কোণের সাপেক্ষে ঘটনাটি ব্যাখ্যা কর। 

Answer আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান `90^0` হয়। সেই নির্দিষ্ট মানের আপতন কোণকে সংকট কোণ নামে অভিহিত করা হয়। যখন আলোক রশ্মি গণ মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান `90^0` তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। ক্রান্তি কোণ হলো আপতন কোণ যাকে `theta_c` দিয়ে প্রকাশ করা হয়। 

+ Report
Total Preview: 451
pretishoron koner man `90^0`. apatn koner shapekkhe ghtnati baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd