Question:কাচের ক্রান্তি কোণ `41^0`বলতে কী বোঝ?
Answer কাচের ক্রান্তি কোণ `41^0` বলতে বোঝায়- ১. কাচ মাধ্যম থেকে আরৈাক রশ্মি `41^0` কোণে কাচ ও বায়ু মাধ্যমের বিভেদতলে আপতিত হলে আলোক রশ্মি বিভেদতল ঘেষে চলে যাবে। ২. কাচ মাধ্যম থেকে আলোকরশ্মি সঙ্কট কোণে আপতিত হয়ে অভিলম্বের সাথে `90^0` কোণ তৈরি করবে অর্থাৎ প্রতিসরণ কোণ হবে `90^0`।
+ Report
kacher cranti kon `41^0`bolte ki boঝ?