Question:আলোর কোন ঘটনার জন্য মরুভূমির মরিচীকা দেখা যায় ব্যাখ্যা কর। 

Answer আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরুভূমিতে মরিচীকা দেখা যায়। মরুভূমিতে সূর্যের প্রচন্ড তাপে উত্তপ্ত বালি সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে হাল্কা হয় এবং উপরের দিকে যাওয়ার সময় ক্রমশ ঘনতর হতে থঅকে। ‍উঁচু কোণ লক্ষবস্তু থেকে আলোক রশ্মি পথিকের চোখে আসার সময় ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে পর্যায়ক্রমির প্রতিসরণের ফলে যখন আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তখন আর প্রতিসরিত না হয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং আলোক রশ্মি উপরের দিকে উঠে বাঁকা পথে পথিকের চোখে পৌঁছে লক্ষ্যবস্তুর উল্টা বিম্ব ধরা পড়ে। তখন পথিকের সামনের ভূ-পৃষ্ঠকে দর্পণের মত মনে হবে। এই ধরনের দৃষ্টিভ্রম হওয়াকে মরীচিকা বলে। 

+ Report
Total Preview: 835
alor kon ghtnar janno morubhূmir morichika dekha jay baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd