Question:লেন্সের ক্ষমতা -2.5d বলতে কী বুঝ?
Answer লেন্সের ক্ষমতা -2.5d বলতে আমরা দুটি বিষয় বুঝতে পারি। যথা- ১. লেন্সটি উত্তল না অবতল: অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক, সুতরাং এর ক্ষমতাও ঋণাত্মক হবে। সুতরাং লেন্সটি অবতল। ২. লেন্সের ফোকাস দূরত্ব: লেন্সটির ফোকাস দূরত্ব 1/2.5m = (40 cm) কাজেই লেন্সটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে 1/2.5m = (40 cm) দূরে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে।
+ Report
lenshেr khmota -2.5d bolte ki buঝ?