Question:লেন্সে রশ্মিচিত্র অঙ্কনের তিনটি নিয়ম লিখ।
Answer লেন্সে রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী হলো- ১. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়। ২. লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়(অবতল লেন্সে)। ৩. লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস অভিমুখী (অবতল লেন্সে) আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়।
+ Report
lenshে roshomichitro onkoner tinti niyomo likh.