Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝ?
Answer যেকোনো বস্তুকে চোখের যত নিকটে নিয়ে আসা যায় বস্তুটওে তত স্পষ্ট দেখা যায়। কিন্তু কাছে আনতে আনতে এমন একটা দূরত্ব আসে যখন আর বস্তুটি খুব স্পষ্ট দেখা যায় না। যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব প্রায় ২৫ সেন্টিমিটার।
+ Report
shopasht dorshoner nnoূntmo doূrotto bolte ki boঝ?