Question:আধান চলাচলের ওপর ভিত্তি করে পদার্থসমূহ কয়ভাগে ভাগ করা যায়- ব্যাখ্যা কর। 

Answer আধান চলাচলের ওপর ভিত্তি করে পদার্থসমূহকে দুইভাগে ভাগ করা যায়, পরিবাহী ও অপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বা পরিবাহী বলে। যেমন- ধাতব পদার্থ, মাটি, মানবদেহ প্রভৃতি। অপর পক্ষে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহক বলে। যেমন কাঠ, কাগজ, কাচ ইত্যাদি। 

+ Report
Total Preview: 1211
adhan chlachler opar vetti kare padarothoshomuho kayovage vag kara jayo- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd