Question:’বিভব পার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়ার সাথে ‘সমান্তরাল সংযোগ- শ্রেণি সংযোগ জোড়াটির সাদৃশ্য বা মিল ব্যাখ্যা কর। 

Answer বিভব এবং প্রবাহ হলো তড়িৎ সংক্রান্ত দুটি রাশি। অপরদিকে, সমান্তরাল এবং শ্রেণি হলো বর্তনীর দু’ধরনের সংযোগ। সমান্তরাল সংযোগে সংযুক্ত রোধসমূহের দু’প্রান্তের বিভবপার্থক্য সমান থাকে এবং শ্রেণি সংযোগে সংযুক্ত রোধসমূহের মধ্য দিয়ে একই মানের তড়িৎপ্রবাহ চলে। এটিই হলো ‘বিভবপার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়াটির সাথে ‘সমান্তরাল সংযোগ-শ্রেণি সংযোগ’ জোড়াটির সাদৃশ্য বা মিল। 

+ Report
Total Preview: 2888
’bibhbo parothokjo-tড়িtprobaho’ joড়ar shathe ‘shomantoral shongjog- srani shongjog joড়atir shadrishojba mil baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd