Question:তেজস্ক্রিয়তা বলতে কী বোঝ?
Answer যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভঅরী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়।
+ Report
tejoshokriyota bolte ki boঝ?