আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
  1. Question: তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?

    A
    একটি হাইড্রোজেন নিউক্লিয়াস

    B
    একটি হিলিয়াম নিউক্লিয়াস

    C
    একটি তড়িৎ নিরপেক্ষ কণা

    D
    একটি ঋণাত্মক কণা

    Note: - তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস হতে নির্গত হয়- আলফা, বিটা ও গামা রশ্মি। - ইলেকট্রনের প্রবাহ হলো- বিটা রশ্মি। - উচ্চ কম্পাঙ্কের তাড়িত চৌম্বক বিকিরণ গামারশ্মি। - আলফা কণা বা রশ্মি- ধনাত্মক আধানবিশিষ্ট।
    1. Report
  2. Question: তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্মি নির্গত হয় তা আসলে কী?

    A
    ঋণাত্মক ইলেকট্রনের স্রোত

    B
    একটি তড়িৎ নিরপেক্ষ কণা

    C
    একটি ধনাত্মক নিউক্লিয়াস

    D
    ধনাত্মক প্রোটনের স্রোত

    Note: - বিটা রশ্মির সকল ধর্ম ইলেকট্রনের- ধর্মের সদৃশ। - চৌম্বক ও তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়- বিটা রশ্মি। - আলোর দ্রুতির শতকরা 50 ভাগ থেকে শতকরা 98 ভাগ পর্যন্ত- বিটা রশ্মির দ্রুতি। - বিটা রশ্মির ভেদন ক্ষমতা- আলফা কণার চেয়ে বেশি।
    1. Report
  3. Question: কোনো সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কী বলে?

    A
    সমান্তরাল বর্তনী

    B
    অর্ধপরিবাহী ট্রানজিস্টর

    C
    সমন্বিত বর্তনী

    D
    অর্ধপরিবাহী ডায়োড

    Note: - সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট বেশি পরিচিত- আইসি নামে। - সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ অণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে- আইসিতে। - বর্তমানে একটি আইসি চিপ লক্ষ লক্ষ উপাংশ ধারণ করতে পারে যা বহু- জটিল ডিভাইস বা যন্ত্র চালাতে ব্যবহৃত হয়। - বছরের পর বছর চিপসে উপাংশের সংখ্যা যত বেড়েছে চিপসের আকার তত ছোট হয়ে এসেছে এবং ডিভাইসের মান হয়েছে তত উন্নত।
    1. Report
  4. Question: টেলিভিশনের সম্প্রচারে ক্যামেরার কাজ কী?

    A
    ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তর করা

    B
    ছবিকে শব্দ তরঙ্গে রূপান্তর করা

    C
    তড়িৎ সংকেতকে ছবিতে রূপান্তর করা

    D
    শব্দ তরঙ্গকে ছবিতে রূপান্তর করা

    Note: - টেলিভিশনে ব্যবহৃত দুটি প্রেরক যন্ত্রের মধ্যে একটির প্রারম্ভিক অংশ হলো- ক্যামেরা। - অপর একটি প্রেরক যন্ত্রের মাধ্যমে শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়। - ক্যামেরা হতে প্রাপ্ত তড়িৎ সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়। পরে এন্টেনার সাহায্যে প্রেরণ করা হয়- তাড়িত চৌম্বক বেতার তরঙ্গ হিসেবে।
    1. Report
  5. Question: ডিজিটাল সংকেতে নিচের কোন দুইটি সংখ্যা ব্যবহার করা হয়?

    A
    ১, ২

    B
    ২, ৩

    C
    ০, ১

    D
    ০, ২

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি বাহক তরঙ্গ থেকে ভিডিও তড়িৎ সংকেতকে পৃথক করে?

    A
    ট্রায়োড

    B
    রেকটিফায়ার

    C
    ট্রানজিস্টর

    D
    স্পীকার

    Note: Not available
    1. Report
  7. Question: তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্মি নির্গত হয়?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  8. Question: রঙিন টেলিভিশনে একটি বিশেষ রঙ শুধু তার বিশেষ রঙের কোন দানাগুলোকে আলোকিত করে?

    A
    সালফার

    B
    সিলিকন

    C
    পটাশিয়অম

    D
    ফসফর

    Note: Not available
    1. Report
  9. Question: ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করার জন্য কোন মিশ্রণটির প্রলেপ দেওয়া হয়?

    A
    পোলোনিয়অম ও জিংক সালফাইড

    B
    রেডিয়াম ও জিংক সালফাইড

    C
    থোরিয়াম ও জিংক অক্সাইড

    D
    থোরিয়াম ও জিংক সালফাইড

    Note: Not available
    1. Report
  10. Question: IC তৈরি হয় কী দিয়ে?

    A
    এন্টিমনি

    B
    সিলিকন

    C
    আর্সেনিক

    D
    জার্মেনিয়াম

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd