আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
  1. Question:যোগাযোগ যন্ত্র কাকে বলে? 

    Answer
    যেসব যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়, তাদেরকে যোগাযোগ যন্ত্র বলে। যেমন: বেতার, টেলিভিশন, মোবাইল ফোন প্রভৃতি।

    1. Report
  2. Question:কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা যখন কথা বলি তখন টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে। এ সংকেত টেলিফোনের তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়। ইয়ার পিসের স্পীকার তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করে, ফলে গ্রাহক বা শ্রোতা শব্দ শুনতে পান এবং কথার জবাব দেন। এ জবাব শ্রোতার টেলিফোন সেটের মাউথপিসের মাইক্রোফোনের সাহায্যে তড়িৎসংকেত পরিণত হয়ে প্রেরকের টেলিফোনে ফিরে আসে এবং প্রেরকের ইয়ারপিসের স্পীকারে শব্দে পরিণত হয়, প্রেরক তখন গ্রাহকের কথা শুনতে পায়।

    1. Report
  3. Question:এনালগ সংকেত কাকে বলে? 

    Answer
    যেসব সংকেতের মান নিবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের এনালগ সংকেত বলা হয়। যেমন- বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ভোল্টেজ।

    1. Report
  4. Question:ইটিটি কী? 

    Answer
    ই.টি.টি. হলো Exercise Tolerance Test।

    1. Report
  5. Question:তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ব্যাখ্যা কর। 

    Answer
    যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদোর্থের অর্ধায়ু বলে।
    একটি তেজস্ক্রিয় মৌলের কোন পরমাণুটি কখন ক্ষয়প্রাপ্ত হয় তা আমরা বলতে পারি না। কিন্তু কতগুলো পরমাণু কোন সময়ে ক্ষয়প্রাপ্ত হবে তা আমরা হিসাব করে বের করতে পারি। পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়। এই একগুচ্ছ পরমাণু ঠিক অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তা থেকে আবিষ্ট পরমাণুর ক্ষয় হওয়ার সময় গণনা করা হয়।

    1. Report
  6. Question:আলফা কণার আধানের মান কত? 

    Answer
    আলফা কণার আধানের মান `3.2xx10^(-19)C`।

    1. Report
  7. Question:কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কী? 

    Answer
    যেসব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ। যেমন- কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি।
    আবার, কম্পিউটারের সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা, যা কম্পিউটারের কী কাজ করতে হবে তা বলে দেয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। যেমন- উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭।

    1. Report
  8. Question:ফ্যাক্স কী? 

    Answer
    ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যেকোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।

    1. Report
  9. Question:তেজস্ক্রিয়তা বলতে কী বোঝ? 

    Answer
    যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভঅরী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়।

    1. Report
  10. Question:অর্ধায়ু কাকে বলে? 

    Answer
    যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd