Question:মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো লিখ।
Answer মৌলিক কণিকার বৈশিষ্ট্যঃ ১. সকল বিক্রিয়ায় এদের আধান, ভরশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে। ২. সকল ব্যরিয়ন ও ল্যাপটনের স্ফিন 1/2, সকল মেসনের স্পিন 0 এবং ফোটনের স্পিন- 1। ৩. `pie^0` মেসন ও ফোটন ছাড়া সকল কণিকার স্বতন্ত্র প্রতিকণিকা আছে। ৪. আধান ও চৌম্বক মোমেন্ট ছাড়া কণিকা ও প্রতিকণিকা একই রকম।
+ Report
moৌlik kanikar boishishtjogulo likh.