Question:ইন্টারনেট কী-ব্যাখ্যা করো। 

Answer ইন্টারনেট হলো ‘ইটওয়ার্কের নেটওয়ার্ক’ বা ‘সকল নেটওয়ার্কের জননী’। এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায় ৪,০০,০০০ এর বেশী ছোট ছোট নেটওয়ার্ককে। ইন্টারনেট হলো এমন একদল নেটওয়অর্ক যা অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরী। এসব উপাদান পরস্পরের সাথে ভৌতভাবে সংযুক্ত। মোট কথা ইন্টারনেট অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি এবং সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মত কাজ করে। 

+ Report
Total Preview: 572
intaronet ki-baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd