Question:তেজস্ক্রিয়তা কী ব্যাখ্যা কর।
Answer ভারী মৌলিক পদার্থের (রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম) নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদনশক্তিসম্পন্ন বিকিরণের অবিরত নির্গমণ তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত। আর কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের এ ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের শক্তিশালী রশ্মি নির্গমণ করে। ফলে এরা ভেঙে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়।
+ Report
tejoshokriyota ki baakha karo.