Question:সমন্বিত বর্তনী বুঝিয়ে লিখ।
Answer সমন্বিত বর্তনী হলো সে বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই সমন্বিত বর্তনী দেখা যায়। সমন্বিত বর্তনীর কারণে আমরা অনেক সৃজনশীল ডিভাইস পেয়েছি।
+ Report
shomonbit borotne buziye likh.