Question:কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কী? 

Answer যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় কম্পিউটারের হার্ডওয়্যার। হাডওয়্যার হলো কম্পিউটারের দেহ। যেমন- কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। আবার, কম্পিউটারের সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারের কী কাজ করতে হবে তা বলে দেয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। যেমন- উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭। 

+ Report
Total Preview: 596
computerেr hardoyojoar o shophotoyojoar ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd