Question:অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায় কেন?
Answer অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ হলো তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিংক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেওয়া হয়। ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।
+ Report
onek ghড়িr kaঁta o nlmr ondhkareo jaboljobol karote dekha jay ken?