Question:ট্রোটোষ্টার বলতে কী বুঝ? 

Answer নক্ষত্রের জীবনচক্র শুরু হয়েছিল ছায়াপথে নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে ভেঙ্গে পড়া একটি ঘন মেঘ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ত্বরণের মাধ্যমে। এই মেঘ প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এবং এর তাপমাত্রা ছিল প্রায় `170^0C`. আমরাপ জানি যে, সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের নাম মহাকর্ষ। হাইড্রোজেন মেঘ যদি ক্ষুদ্র হয় এবং পারিপার্শ্বিক অণুগুলো পরস্পরের নিকটে না থাকে তাহলে তাদের পরস্পরের মধ্যকার আকর্ষণ এমন হয় না যে, তাদের আচরণের কোন পরিবর্তন ঘটতে পারে। মেঘের আকার যদি বড় হয় তাহলে এর প্রতিটি অণুর মধ্যকার মহাকর্ষ বল বেশি হয়, ফলে মেঘকে ভেতরের দিকে টানে। ফলে নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে মেঘগুলো সংকুচিত হতে থাকে একটি নাটকীয় প্রক্রিয়ায় এবং গ্যাসীয় মেঘ নক্ষত্রে পরিণত হয়। এই মেঘ সংকোচনশীল গ্যাসীয় ভরকে বলা হয় প্রোটোস্টার। 

+ Report
Total Preview: 460
trotোshtar bolte ki buঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd