Question:রঙিন টেলিভিশনে ছবি রঙ্নি হয় কীভাবে? 

Answer রঙিন টেলিভিশন গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রন গান থাকে। এছাড়া টেলিভিশনের পর্দাও তৈরি করা হয় তিন রকম ফসফর দানা দিয়ে। একটি বিশেষ রঙ শুধু তার বিশেষ রঙের ফসফর দানাকে আলোকিত করতে পারে। ফলে টেলিভিশন টিউবের পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, আসমানি, সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রঙের মিশ্রণের ফলে পর্দায় ফুটে উঠে রঙিন ছবি। 

+ Report
Total Preview: 514
roঙিn teliveshone chobi roঙni hoy kivabe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd