Question:’গামা রশ্মি এক প্রাকর তাড়িৎচৌম্বক তরঙ্গ’- ব্যাখ্যা কর।
Answer গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং ভরবিহীন। এই রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎ হয় না। এর দ্রুতি আলোর সমান অর্থাৎ `3xx10^8ms^(-1)` দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এরূপে গামা রশ্মির বেশিরভাগ ধর্ম তাড়িৎচৌম্বক তরঙ্গরূপে সনাক্ত করা যায়।
+ Report
’gama roshomi ak prakr taড়িtchৌlmk torongo’- baakha karo.