Question:চিপস্ ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা কর।
Answer অনেকগুলো ইলেকট্রনিক উপাংশকে একটি একক মাদারবোর্ডে সংযোজন করতে সমস্যা দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে সম্ভব ও হয় না। তাই আবিষ্কৃত হয় সমন্বিত বর্তনী বা আইসি বা চিপস্। চিপ হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহর করে করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গা লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবাহী বর্তনী অঙ্গীভূত থাকে।
+ Report
chipasho baboharer udodeshojboronna karo.