Question:আমরা কেন খাদ্য সংরক্ষণ করব তা পাঁচটি বাক্যে লেখ। 

Answer ভালো তাজা খাদ্য আমাদের স্বাস্থ্য ভালো রাখে ও শক্তি যোগায়। কিছু জীবাণু খাদ্যকে পচিয়ে ফেলে। পোকামাকড়ের আক্রমণও খাদ্যকে নষ্ট করে দেয়। আবার বাসি-পচা খাবার আমাদের অসুস্থ ও দুর্বল করে। তাই খাদ্য যাতে নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণ করতে হবে। 

+ Report
Total Preview: 808
amora ken khadojshongrokhn karobo ta paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd