1. Question:দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কীভাবে? 

    Answer
    দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা বিভিন্ন ভাবে তথ্য পাঠাতে পারি। যেমন-
    ১. টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করে।
    ২. ইন্টানেট ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে।
    ৩. চিঠি লেখার মাধ্যমে।

    1. Report
  2. Question:তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ। 

    Answer
    তথ্যের পাঁচটি উৎসের নাম হলো-
    ১. টেলিভিশন; ২. রেডিও; ৩. খবরের কাগজ; ৪. বই; ৫. ইন্টারনেট।

    1. Report
  3. Question:তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন? 

    Answer
    নতুন কিছু শেখার জন্যে তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্যেও প্রয়োজনীয় তথ্য জানা জরুরী। সঠিক তথ্য অন্যকে জানালে সেও উপকৃত হয়। সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাজও উপকৃত হয়। উদাহরণস্বরূপ, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আশংকা জানা থাকলে তা অন্যদেরকেও জানানো যায়। আর সেভাবে প্রস্তুতিও নেয়া যায়।

    1. Report
  4. Question:তথ্য কী? 

    Answer
    তথ্য হচ্ছে কোনো ব্যক্তি,বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।

    1. Report
  5. Question:আমরা আবহাওয়ার তথ্য পেতে পারি কোনটি থেকে? 

    Answer
    টেলিভিশন বা রেডিও।

    1. Report
  6. Question:নতুন কিছু শিখতে হলে আমাদের কী জানতে হবে? 

    Answer
    তথ্য।

    1. Report
  7. Question:তথ্য আদান প্রদানের প্রক্রিয়া কোনটি? 

    Answer
    যোগাযোগ।

    1. Report
  8. Question:তথ্যের একটি উৎসের নাম লিখ। 

    Answer
    টেলিভিশন।

    1. Report
  9. Question:আগের দিনে মানুষের আঁকা তথ্যের আদান-প্রদানের একটি উপায় লেখ। 

    Answer
    আগের দিনে মানুষের আঁকা তথ্যের আদান-প্রদানের একটি উপায় হলো- ছবি আঁকা।

    1. Report
  10. Question:তথ্য আদান-প্রদানের ১টি মাধ্যমের নাম লেখ। 

    Answer
    তথ্য আদান-প্রদানের ১টি উন্নত মাধ্যম হলো- ইন্টারনেট।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd