Question:তোমার গ্রামে বায়ুদূষণের যে যে কারণ তুমি লক্ষ করেছ সেগুলো পাঁচটি বাক্যে লেখ। 

Answer আমার গ্রামে বায়ু দূষণের জন্য যে সকল কারণগুলো দায়ী সেগুলো হলো- ১. গাছপালা পোড়ানোর কারণে উৎপন্ন ধোঁয়া বায়ু দূষিত করছে। ২. খোলা পায়খানা ব্যবহার করার ফলে সৃষ্ট দুর্গন্ধ বায়ু দূষিত হচ্ছে। ৩. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে বায়ু দূষিত হচ্ছে। ৪. বিভিন্ন ধরনের সনাতন যানবাহন হতে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষিত করছে। ৫. জমিতে অধিক কীটনাশকের ব্যবহারও বায়ু দূষিত করছে। 

+ Report
Total Preview: 787
tomar grame bayoুdoূshner je je karon tumi lkh karecho shegulo paঁchti bakje lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd