Question:শক্তির সংরক্ষণ জরুরি কেন? পাঁচটি বাক্যে লেখ। 

Answer শক্তির সংরক্ষণ জরুরি কারণ- ১. শক্তির উৎস নিঃশেষ হলে সহজে তা পাওয়া যায় না। ২. শক্তির সংরক্ষণ না করলে ভবিষ্যৎ আমাদের প্রয়োজনে শক্তি পাওয়া যাবে না। ৩. শক্তির সংরক্ষণ করা না হলে পরিবেশের নানা ক্ষতি ও দূষণ ঘটবে। ৪. শক্তির উপর আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। শক্তির সংরক্ষণ না হলে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ বিঘ্নিত হবে। ৫. শক্তি সংরক্ষণের ফলে আমরা প্রাকৃতিক পরিবেশ বজায় রাথকে পারি। 

+ Report
Total Preview: 1673
shaktir shongrokhn jaruri ken? paঁchti bakje lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd