Question:সুষম খাদ্যে কয়টি খাদ্য উপাদান থাকে? যারা বেশি পরিশ্রম করে তাদের নিয়ীমত খাদ্য গ্রহণ প্রয়োজন কেন? একটি বাক্যে লেখ। অতিরিক্ত খাবার খাওয়া নিরুৎসহিত করতে তুমি কী করবে তা তিনটি বাক্যে লেখ। 

Answer সুষম খাদ্যে ছয়টি খাদ্য উপাদান থাকে। যারা বেশি পরিশ্রম করে তাদের দেহে বাড়তি শক্তি যোগান দেওয়ার জন্য নিয়ীমত খাদ্য গ্রহণ প্রয়োজন। অতিরিক্ত খাবার খাওয়া নিরুৎসাহিত করতে আমার করণীয় তিনটি বাক্যে নিচে লেখা হলো- ১. অতিরিক্ত খাবার খাওয়ার ফলে শরীর ভারী হয়ে খেলাধুলার আগহ্য হারিয়ে ফেলার বিষয়টি বুঝাবে। ২. অতিরিক্ত খাবার খাওয়ার ফলে দেহে বিভিন্ন রোগের সৃষ্টির বিষয়টি বুঝাবে। ৩. অতিরিক্ত খাবার খাওয়ার ফলে শরীর অসুস্থ হলে পড়ালেখার বিঘ্ন ঘটার বিষয়টি বুঝাবে। 

+ Report
Total Preview: 1468
shushmo khadoje kayoti khadojupadan thake? jara beshi parisromo kare tader niyoীmot khadojgrhon proyojon ken? akti bakje lekh. otirikto khabar khaoya nirutshohit karote tumi ki karobe ta tinti bakje lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd