Question:ব্যবসায়ীরা কেন খাদ্যে ক্যালসিয়াম কার্বাইড মেশান, তা একটি বাক্যে লেখ। নিয়মিত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার খেলে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে দুটির নাম লেখ। কাউকে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশাতে নিরুৎসাহিত করতে তাকে যে পরামর্শ দেবে তার দুটি ব্যাখ্যা লেখ। 

Answer ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার ফল সময়ের আগেই পাকানোর জন্য ক্যালসিয়াম মেশান। নিয়ীমত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য খেলে যে সমস্ত রোগ হতে পারে তার মধ্যে দুটি হলো- ১. লিভার ও কিডনি অকার্যকর হওয়া। ২. অ্যাজমা হওয়া। খাদ্যে ভেজার ও রসায়নিক দ্রব্য মেশাতে নিরুৎসহিত করতে আমি যে পরামর্শ দুটি দেবো তা হলো- ১. ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশানো খাবারে ভয়াবহ পরিণতি সম্পর্কে বলবো। ২. এইসব কাজ যে আইনত দণ্ডনীয়, সে সম্পর্কে অবহিত করবো। 

+ Report
Total Preview: 1231
baboshayoীra ken khadoje kalshiyamo karobaiড meshan, ta akti bakje lekh. niyomit rashayonik draba misroিt khabar khele je shomoshot rog hooyar shomboabona thake tar modhe dutir namo lekh. kauke khadoje bhেjal o rashayonik draba meshate nirutshahit karote take je paramorsho debe tar duti baakha lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd