Question:সুমনা ৬ বছরের শিশু, তার বাবা অধিক পরিশম করে। কর্মক্ষম থাকার জন্য সুমনার বাবার কী প্রয়োজন? কী অনুযায়ী তার খাদ্য গ্রহণ করতে হবে? উক্ত খাদ্যটির প্রয়োজনীয়তা তিনটি বাক্যে লেখ।
Answer কর্মক্ষম থাকার জন্য সুমনার বাবার সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। সুমনার বাবাকে বয়স ও কাজের ধরণ অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা হলো- ১. শরীর সুস্থ সবল রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। ২. কর্মক্ষম থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। ৩. সুষম খাদ্য না খেলে দেহের গঠন, বৃদিধ সাধন, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
+ Report
shumona ৬ bochorer shishu, tar baba odhik parishomo kare. karomokhmo thakar janno shumonar babar ki proyojon? ki onujoayoী tar khadojgrhon karote hobe? ukto khadojotir proyojoneyota tinti bakje lekh.