Question:তোমার দেশে বিভিন্ন ঋতু বিরাজ করে, এক ঋতু পরিবর্তত হয়ে অন্য ঋতু আসে। ফলে সূর্যের অবস্থান কখনো কীভাবে ঘটে? সূর্যের উক্ত অবস্থান যে ঋতুতে বিরাজ করে সে সম্পর্কে লেখ।
Answer ঋতু পরিবর্তন বার্ষিক গতির ফলে হয়। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্নন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। ফলে দিনের চেয়ে রাত বড় এবং তাপমাত্রা হ্রাস পায়।
+ Report
tomar deshe bivenno rtu birajo kare, ak rtu pariborott hoye onno rtu ashe. phole shoূrojer oboshothan kokhonো kivabe ghte? shoূrojer ukto oboshothan je rtute birajo kare she shomoparoke lekh.