Question:প্রযুক্তি কী? প্রযুক্তি আমাদরে জীবনকে কীভাবে প্রভাবিত করে তা চারটি বাক্যে লেখ। 

Answer মানুষের জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন করার জন্য বিজ্ঞানের জ্ঞানকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলে। প্রযুক্তি আমাদের সমগ্র জীবনধারণকে প্রভাবিত করছে। দৈন্দিন প্রতিটি কাজে আমরা প্রযুক্তির সমাহার নিয়ে থাকি, যেমন- আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সৌচাগার ব্যবহার করি, গোসলের সময় সাবান ব্যবহার করি। রান্না করা খাবার খাই, ঘড়ি দেখে স্কুলে যাই, রাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করি, কলম দিয়ে খাতায় লিখি, জ্বর হলে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপি, চিকিৎসার জন্য ওষুধ সেব করি, রেডিও, টেলিভিশন কম্পিউটারে বিনোদন উপভোগ করি। এভাবে জীবনের প্রতিটি কাজে আমরা নানা প্রযুক্তি ব্যবহার করে থাকি। এসব প্রযুক্তি আমাদের জীবন যাত্রাকে অনেক সহজ করে দিচ্ছে। 

+ Report
Total Preview: 2978
projukti ki? projukti amadore jibonke kivabe provabit kare ta charoti bakje lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd