Question:“বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে? 

Answer “বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি যদি আমি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যিই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমি বিনিময় করব। আমরা জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে পারি। যেমন- টেলিফোনের মাধ্যমে, নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জানাতে পারি, খুদে বার্তা (এস.এমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক করতে পারি। ঘূর্ণঝড়ে তথ্যটি যতি অন্যান্য মানুষদের জানাতে পারি তবে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা নিবে। ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। 

+ Report
Total Preview: 2388
“bangladeshe ghূroniঝড় ashoche” ai tothoti tumi teliveshon theke pele. akhn tumi ki karobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd