Question:কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ কর তা বর্ণনা কর। 

Answer ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য অনুসন্ধান করে নানা তথ্য জানতে পারি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি ফলে বর্তমানে অধিকাংশ তথ্য সংগ্রহ করা হয় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই তথ্য অনুসন্ধানকারী বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেমন- গুগল, ইয়াহু, পিপীলিকার সাহায্য নেব। তারপর যে বিষয়য়ের তথ্যটি আমি খুবছি তার “মূলশব্দ” হিসেবে উল্লেখ্য করে “Search Bar" এ লিখে "Search" লেখাটিতে অথবা "Enter Key" তে চাপ দিব। এরপর সার্চ ইঞ্জিনে আমরা খোজা সম্পর্কিত যে তথ্যটি ওয়েব সাইটে পাওয়া যাবে তা হতে আমার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে তথ্যটি সংগ্রহ করব। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়।1 

+ Report
Total Preview: 5941
kivabe amora intaroneter madhjome totho shonggrho kar ta boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd